শুধু তোমাদের তরে


পার্থ, অস্ট্রেলিয়া, ১৬ই ডিসেম্বর, ২০১৩
**************************************
(স্বাধীনতা প্রাপ্তির দীর্ঘ পথে বিভিন্ন সময়ে যাদের চরম আত্মাহুতি আমাদেরকে আজকের এই জীবন, এই বলা এবং এই লেখার  স্বাধীনতা দিয়েছে তাঁদের প্রতি আজকের আসরে আমার এই "শুধু  তোমাদের তরে" যা লিখেছিলাম ২০১৩ সালের ১৬ই ডিসেম্বর সকালে|)
**************************************


শুধু তোমাদের তরে
বাংলা মায়ের হাজার বাগানে রক্ত গোলাপ ধরে
শুধু তোমাদের তরে
রক্ত লালিমায় সূর্য উঠে পূর্ব আকাশ ভ’রে
শুধু তোমাদের তরে
বেদনা রক্তিম সূর্য ডুবে তীব্র দিনের পরে
শুধু তোমাদের তরে
সবুজের মাঝে রক্ততিলক পতাকা সবার ঘরে
শুধু তোমাদের তরে
বাঙালীরা আজও গান গেয়ে যায় দৃপ্ত বাংলা স্বরে|


দুর্ভাগা এ জাতির ছেলেদের এখনো মেটেনি গোল
ধর্ম অথবা রাজনীতি নিয়ে মুখে পরে আছে খোল!
কেজানে ওদের কতটুকু আছে তোমাদের তরে প্রীতি
তোমাদের নামে ওরা করে জানি পকেটের রাজনীতি|
মানুষের তরে তোমরা দিলে তোমাদের প্রিয় প্রাণ
সেই মানুষেরে ওরা খুন করে আর গায় জয়গান|
তোমার মায়ের মৃত্যু দেহ ওরা করে ভাগাভাগি
ভাগে কম হলে শকুনের দল করে কত রাগারাগি|
ওরা জিজ্ঞাসে তোমরা ছিলে হিন্দু না মুসলমান
শহীদ কিংবা হয়নি শহীদ তোমাদের বলিদান?
আমি শুধু কাঁদি বেদনা সিক্ত রক্ত ঝরা হিয়া
তোমাদের দান ধরনীর বুকে মাপিব বল কি দিয়া?


শুধু জানি আজও এই বেচে থাকা এই মনে অনুভুতি
এইসবে আছে তোমাদের দান, চরম আত্মাহুতি|
তাই নয় আজ কোনো জিজ্ঞাসা, বিচার বা বিপ্লব
তোমাদের সাথে হয়ে রই আজ নিস্তব্ধ নিরব|


শুধু তোমাদের তরে
নিস্তব্ধের শ্রদ্ধাঞ্জলি আমার এ অন্তরে।