কসাই কিংবা নিজকে মশায়
ভাবে সকল ডাক্তার কী?
প্রতিবাদের দরকার কী?


সকল পুলিশ থানায়, পথে
করে ঘুষের কারবার কী?
প্রতিবাদের দরকার কী?


সব শিক্ষক ফাঁকিবাজে
শেণীকক্ষে পায় পার কী?
প্রতিবাদের দরকার কী?


কজন নেতা হলেই অসৎ
মাথায় তাতে হয় কার কী?
প্রতিবাদের দরকার কী?


কজন পেশাজীবি চামচা -
তাতেই পেশার সব সার কী?
প্রতিবাদের দরকার কী?

সকল কাজই করছে বাজে
আমাদের এই সরকার কী?
প্রতিবাদের দরকার কী?


শুধুই খারাপ? উন্নয়নও
হয়নি এই দেশটার কী?
প্রতিবাদের দরকার কী?


ভালো কজন সবখানেতেই -
খারাপ পাবে তাই ছাড় কী?
প্রতিবাদ নয় দরকার কী?


ভালোটুকুই পাওনা সবার -
পেয়েই হবে চাটুকার কী?
প্রতিবাদ নয় দরকার কী?


যেথায় সবই লুটে খাওয়া -
একটু পাওয়া শংসার কী?
প্রতিবাদ নয় দরকার কী?


বিশ্ব চলে মাইল বেগে
আমাদের ফুট সম তার কী?
প্রতিবাদ নয় দরকার কী?


সব ধার্মিক বক নয় ঠিক,
যারা তা তারা পাবে ছাড় কী?
প্রতিবাদ নয় দরকার কী?


বিরোধী দল অক্ষম যেথা
দেখে দেশে করে সরকার কী
প্রতিবাদ নয় দরকার কী?

ছোট্ট ভুলেই বড় দেশে
বড় নেতাও পায় পার কী?
প্রতিবাদ নয় দরকার কী?


আমাদের এই ছোট্ট দেশে -
বড় দুর্নীতি? তবু কার কী?
প্রতিবাদ নয় দরকার কী?


যে দেশ ভরা চাটুকারে শুধু
কবিগনও হবে চাটুকার কী?
প্রতিবাদ নয় দরকার কী?