আমার রাজ্যে থাকতে হলে ভিক্ষুক হয়ে থাক্
ভিক্ষা চাওয়ার কান্না ছাড়া মুখটা বন্ধ রাখ।


মৃত্যু ক্ষুধায় কাঁদলে উদর, ভিক্ষা দিয়ে থাকি
ভুগলে রোগে ইচ্ছে যারে হাসপাতালে রাখি।
উলঙ্গদের লজ্জা ঘুচাই, বস্ত্র করি দান
বস্তি ভেঙে স্বস্তিমতো গড়ি বাসস্থান।
আমার জ্ঞানেই চলে দেশে আমার বিদ্যালয়
আমার খেয়ে আমার কুৎসা? সুশিক্ষা সে নয়।
আমার যখন আইন, কানুন, বিচার কার্যালয়
কেমনে বলো রায় সেখানে আমার মতে নয়?


ভিক্ষুক বা চাকর যত, এরাই আমার লোক
কঠোর সাজা মিলবে ভাগ্যে - বিরোধী যেই হোক।
আদালতে আমার চাকর রায় দেবে তার সাজা
রায়টা হবে চাইবো যেমন আমি দেশের রাজা।
আমার রাজ্য ভরে রবে ভিক্ষুক আর চাকর
চাই না আমি প্রতিবাদী, সত্যবাদীর আকর।


চাইলে হেথায় অনেক পাবি, চাইতে হবে ভিক্ষা
ভুলতে হবে সুবিচার আর অধিকারের শিক্ষা।