রাতের বাতাস সোহাগে নাচালো
হাজার গাছের ফুল
মেঘের সিঁড়িতে তারার বৃষ্টি!
নয়নের সে কী ভুল?


রেশমী তন্তু গায়েতে জড়ায়ে
সুগন্ধি পথে ফেলে
কে যায় নাচিয়ে বাতাসের প্রাণ
বাঁশিতে এ সুর ঢেলে?


পূর্ণিমা-চাঁদ ভাসালো জগৎ
মায়াবী আলোর বানে
আবেশে হারানো হৃদয় মগ্ন
কোকিলের কুহু তানে।


এমন নিশিতে মধুর হাসিতে
সোনারঙ আভরণে
কে মেয়ে হারালে মানুষের ভীড়ে?
আমি মরি শিহরণে।


খুঁজিতে তোমায় বারবার চায়
দেখি না কোথাও ভীড়ে
দেখা দিলে শুধু, ও সোনার মেয়ে
এলে না আমার নীড়ে।


বিষাদ নয়ন ফিরিয়ে যখন
শূন্য সে নীড়ে চাই
দেখি তুমি হাসো রহস্যময়ী
স্তিমিত-প্রদীপ-ছায়।