আজ উঠেছে নীল আকাশে রমজানেরই চাঁদ
আয় মুসলমান বাঁধবি কে আয় সংযমেরই বাঁধ।


দেহমনের সঙ্গযমেতেই কর রে সিয়াম সাধন
পুণ্য কাজের দ্বার খুলে দে পাপের পায়ে বাঁধন।
তবেই যে তোর মিটবে ওরে বেহেস্তেরই সাধ।


ত্যাগ, ক্ষুধা আর ধৈর্য মাঝেই মোহাম্মদের দ্বীন
কাল হাসরে পার পাবি না তাঁর সাফায়াতবিহীন।
ওরে, তাঁর মতো দীন এতিম যারা; জগত মাঝে সর্বহারা
রোজার মাসেই বুঝবি তাদের তৃষ্ণা-ক্ষুধার নাদ।


ভোগের বাসন সরিয়ে রেখে পুড়বি যখন ত্যাগে
দুর্বল সেই দেহের মাঝে উঠবে বোধন জেগে।
সেই বোধনের অশ্রুজলে; পাপের পাথর যাবে গলে
আজ থেকে তাই অনুতাপে কাঁদ ওরে সব কাঁদ।