২৫১।
হে রহমান! ছিল না তোর ধন সম্পদ কিছু
সে সব পেতে দিনরাত্রি ছুটলি যে তার পিছু।
যখন পেলি ব্যস্ত হ'লি সে সব উপভোগে -
যে জন দিল করবি কখন তাঁর তরে শির নীচু?

২৫২।
অভাব রে, তুই দেখাস আমায় ক্ষুধা-কষ্টের ভয়
বলিস রে তুই, আমার থাকার রবে না আশ্রয়!
ভুলিস কেন যেদিন আমার ছিল না হাত, পা -
সেদিনের সে রক্ষক আমায় করাবেই সব জয়।


২৫৩।
তোমার নামে মজনু আমি - নামের আবেশ লেগে
নয়ন ঘুমায় হৃদয় যে গায় ও নাম জেগে জেগে।
আমায় জাগিয়ে রাখ এমনি করে, যেন তুমি এসে
ঘুমিয়ে আছি দেখে চুপি, না যাও ফিরে রেগে।