২৫৪।
জীবনটা তো ছোট্ট অতি - নাও যদি হয় সঞ্চিত
অল্প যেটুক পাওনা ছিল তাও যদি রই বঞ্চিত -
রঙিন নেশার রঙ্গমঞ্চে ভোগ বিলাসের হাজার নাটক -
এ বুভুক্ষের নাটক সেথা কেন শুধুই মঞ্চিত?


২৫৫।
সামনে রেখে ধন-সম্পদ আর হৃদয়
বললে, সেটার একটা নিলে অন্যটা নয়।
হৃদয় নিতে হাত বাড়িয়ে শূন্য এ হাত -
পেলাম শেষে হৃদয়হীন এক রুদ্র-নিদয়।


২৫৬।
উচ্চ থেকে নিম্নে চেয়ে ভাবলে আমায় ক্ষুদ্র অতি
ভাবি আমি - উচ্চে উঠেও তোমার হলো কী দুর্গতি।
আমায় ছোট দেখতে তোমার দৃষ্টি আসে সদাই নিচে -
তাতেই আমার হয় প্রতিদিন তোমার চোখে সুখের রতি।