১।
চোখ ইশারায় ডাকলে যদি, এখন কেন সরাও চোখ?
লাজের আভায় রঙিন মুখে, চারটি চোখের মিলন হোক
দ্বিপ্রহরের তৃষ্ণা বুকে, সন্ধ্যামনির জল কে চায়?
বাদল ঝরুক এই দুপুরে, গাল যদি দেয় দিক না লোক।

২।
পূর্ণিমা-চাঁদ মুখ লুকালো স্বচ্ছ আবরণে
মাতাল এ মন উথাল পাতাল দখিন সমীরণে
চৈত্র রাতে একলা পুড়ে হচ্ছি যখন ছাই
জল নিয়ে বউ রও লুকিয়ে কোন্ পোড়া শালবনে?


৩।
ভাবছো তুমি, মদির পিয়ে সারাক্ষণই মাতাল আমি
নইলে কেন তোমার সাথে নিত্য এমন মাতলামী?
তুমিই আমার মদের বোতল, অন্য মদে করবে কী?
বুঝলে নাকো সে মদ পিয়ে মাতাল যে রই দিবসযামী।