১৫৩।
আর করো না দ্বিধা-দ্বন্দ্বে বৃথায় অপচয়
গেলে একবার ফেরে না যা, জীবনের সেই সময়।
ক্ষুদ্র ভোগের আনন্দ যা, ভরুক তাতেই বুক
আকাশ চেয়ে শূন্য ঝুলি রোজ বওয়া আর নয়।


১৫৪।
কারো বা সখ ভ্রমন করা, কারো বা তা লেখা
কারো বা সখ পাঠ করে তা, চলার সে পথ শেখা।
জীবনের সেই একটা পথেই চলে সকল জনে
গিয়ে তবু কেউ লেখেনি কেমন হলো দেখা।


১৫৫।
আত্মা যদি পরমাত্মা - পরম শক্তিধর
যেথায় ইচ্ছা সেথায় যেতে সত্যি স্বনির্ভর,
কোন কারণে পছন্দ সে করবে তবে ভবে
মাটির গড়া ক্ষণস্থায়ী আমার বদ্ধ ঘর?