১৬।
তোমার সাথে করতে দেখা নিজের মনের মতো সাজি
তোমার দ্বারের প্রহরীগন প্রবেশ দিতে হয় না রাজী
বাইরে বসে ভাবছি শুধু, কেমন করে শুধাই তোমায়,
এই পোশাকে দেখায় আমায় ভক্তিবিহীন নিরেট-পাজী?


১৭।
ভুলে ভরা এই জীবনে, ভুলেও আমার হয়নি আশা
তোমার ভুলে পরখ ছাড়া পাবো তোমার ভালোবাসা
তবুও ভাবি ভুল করাতে তোমার অবাধ অধিকার,
সেই আশাতে তোমায় চাওয়া হবে কী শেষ-সর্বনাশা?


১৮।
ভিক্ষা-ঝুলির সাথে লজ্জা, অলসতা দিলে
আর শোনালে তোমার দয়ায় সকল কিছু মিলে
লজ্জা, হেলা, অলসতায় সময় যাপন শেষে
আজ কী শুধুই দগ্ধ হব তোমার অনল গিলে?