১৬৫।
যখন যা-ই করবে, তাতে হৃদয় থাকে যদি
বইবে তোমার অনুভবে আনন্দের এক নদী।
করবে যখন সেই কাজটাই হৃদয়বিহীন দেহে
অনুভূতি পুড়বে তখন দুঃখে নিরবধি।


১৬৬।
ছেড়ো নাকো পরের হাতে নিজের নিয়ন্ত্রণ
হতেই পারে নিকৃষ্ট বা অন্ধ সে একজন।
তারও চেয়ে অধিক ক্ষতি আসতে পারে তোমার
শকুনসম রয় যদি তার একটা লোভী মন।


১৬৭।
নিজের ইচ্ছা ছাড়লে তবেই পাবে প্রভুর রশি,
অপরাধীর ইচ্ছা-ই লেখে বিচারকের মসী।
নিজের ইচ্ছায় মাছ ও পাখি খাঁচায় পড়ে ধরা -
বিচারকের আগুন দেখো, দেখো না তার শশী।