১৯৩।
নোংরা গল্প শুনলে কানে, ধুয়ে ফেলো কান
নোংরা ছবি দেখলে চোখে, ধুয়ে বাঁচাও প্রাণ।
নোংরা চিন্তা আসলে মনে, মনকে ফেলো ধুয়ে
কাদামাখা নোংরা পায়ে গাও জীবনের গান।


১৯৪।
মনকে যতই বেঁধে রাখো হয় সে নিরুদ্দেশ;
বাগানভরা পাতা গুনে যায় না করা শেষ -
তিতির এবং কাকের গানের হয় না স্বরলিপি -
অনেক সময় হিসেববিহীন বিশৃংখলাই বেশ।


১৯৫।
মরুর বুকে লাগিয়ে চারা ঢাললে অনেক জল
অনেক কষ্টে পেতেও পারো হয়তো কিছু ফল।
স্রষ্টা যে বুক সরস করে পোতে জ্ঞানের বীজ
সে বুক থেকে খুব সহজে আসে জ্ঞানের ফসল।