৪৩।
সুরার গেলাস হস্তে নিয়ে দীপ্ত-বদনা হেসো
হিংসুকদের নিষেধ ভুলে প্রিয় তুমি কাছে এসো।
ঢালছে যারা কর্ণে তোমার সুদূরে থাকার মন্ত্রনা
তাদের ফেলে হেথায় এসে আমাকেই ভালোবেসো।


৪৪।
তোমার ঠোঁটে ঠোঁটটা রেখে তোমার ও ঠোঁট জাগায়
তোমার মুখে মুখটা রেখে মুখে মিষ্টি লাগায়।
তোমার কথা বলে বলেই আমার পথটি চলি
এমনি করেই জীবন খুঁজি মিষ্টি ঠোঁটের আগায়।


৪৫।
দাউদ নবী রুদ্ধ ঠোঁটে রইল ঐশ্বরিক।
পাপিয়ার বাঁশী আদিম ভাষায় জাগালো চতুর্দিক -
গোলাপের কাছে আকুতি ঝরে, "দাও গো শরাব দাও,
হলুদ এই গালে লাল শরাবের দাও রক্তিম পিক।"