৫২।
বাতাস এলে হালকা যত খড়কুটোকে উড়ায়
আগুন এলে শুকনো যত খড়কুটোকে পুড়ায়।
আমায় তুমি ভারী করো, সিক্ত রেখো প্রভু
শুকনো-হালকা খড়কুটোকে যেন আমি কুড়াই।


৫৩।
আজি বসন্তে কে যাবি আয় শীতের হতাশা পুড়াতে
জীর্ণ-জ্বরার কবর 'পরে আশার পতাকা উড়াতে।
জীবনের পথ ক্ষণিকই বাকি, মন-বিহঙ্গ ওড়রে তবু
দৃপ্ত ডানায় চল উড়ে আজ ভোগের রসদ কুড়াতে।


৫৪।
জীবনের পথে নিত্য আসে  নতুন বাধা
যদি সব তার ফেলে রেখে শোন মনের সাধা,
ভাববে যখন সময় এখন সব সাধনের
বলবে ভাগ্য আমার খেলা দেখ রে গাধা।