৬৪।
যৌবন যখন এসো তখন ভোগের ভাগের যুদ্ধ করি
ভালোবাসার মিলন-জলে হৃদয়টাকে শুদ্ধ করি।
জীর্ণ-ছিদ্র নৌকা যখন, ক্ষণিক পরেই ডুববে ঠিকই
যতই মিছে কাদা দিয়ে জল আসা তার রুদ্ধ করি।


৬৫।
তোমার এবং আমার মাঝের দূরত্ব নয় একটা চুল
তবু তোমায় ভাবি দূরে, এটাই আমার বিরাট ভুল।
ভুলটা করে অহম নদীর গভীর জলে বসি বামে
তাই তো আমার হয় না যে আর ডানে পাওয়া তোমার কূল।


৬৬।
তোমায় পেতে আপন করে, প্রেমকে দিলাম বিসর্জন
সামনে তোমার এসেই বুঝি, সেই প্রেমই চায় তোমার মন।
হতাশ করে ফিরিয়ে দিলে ফেলে আসা পথের 'পরে
হেলায় যাদের ফেলে গেছি, প্রেমে তাদের করতে আপন।