১০৫।
শ্রেষ্ঠ যারা একদিন ছিল প্রেম ও খ্যাতিতে উদ্ভাস
সময় এবং ভাগ্যের হাতে তারা হয়ে গেছে ইতিহাস।
যার যা পাওনা শরাবটুকু চুমুকে করেছে শেষ
আগে বা পরে পেয়েছে খুঁজে অনন্তে নিজ-বাস।


১০৬।
ফলন পাওয়ার আশায় যারা সোনার ফসল যাচ্ছো বুনে
বাতাস যেমন বৃষ্টি ছড়ায়, ছড়াও তেমন আজ না গুনে।
একবার যা মাটির নীচে, পারবে কী আর মাটি খুঁড়ে
হয়নি কেন সোনার ফলন, সেই ইতিহাস যেতে শুনে?


১০৭।
আমার নাকি বন্ধু রয় না আমার স্বভাব দোষে
বন্ধু নাকি যায় শুধু রাখা অমিয় কথার তোষে।
যতবার চাই করি তা রপ্ত,  ভেতরের খ্যাপা জাগে -
কদিন পরেই বন্ধু যে তাই দূরে যায় সরে রোষে।