১১১।
রোজ সকালেই গোলাপ বাগানে কত না গোলাপ ধরে
কে রাখে খবর কত না গোলাপ গতকাল গেছে ঝরে।
কাল যে গোলাপ আসবে আবার নেবে নাকো তার খবর
আজ যে গোলাপ ছড়ালো সুবাস রাজ-দরবার ভরে।


১১২।
আমিহীন যে পৃথিবীর কথা শোনাও তোমার গল্পে
তার রূপ-রস, আলো, সৌরভ আসে না আমার কল্পে।
নিরাভরণা! তুমি যদি থাকো জীর্ণ-কুঠির ঘরে
সেই পৃথিবীতে তোমাকে নিয়েই খুশী হয়ে রবো অল্পে।


১১৩।
আমার ঘাম ও কাদা-মাটিতে পৃথিবীর এই সভ্যতা
মৃত্যুর পরে স্বর্গ পেলেও, আমার কর্মেই লভ্য তা।
পৃথিবীতে তবু আমার যা পাওনা আমার হবে না ভোগ,
বুঝি না এ কেমন স্রষ্টার না সৃষ্টির গড়া ভব্যতা!