১১৪।
দেহের সুতিকা টেনে টেনে রোজ মাকড়সা জাল বোনে
একটু ঝড়েই ছিঁড়বে যে তা, কারো কথা সে কি শোনে?
মানুষ জীবন শেষ হয় শুধু একটি নিঃশ্বাস ত্যাগে
তার আগে কত নিঃশ্বাস টানে কেউ কি কখনো গোনে?


১১৫।
তুষার-কণা ক্ষণিকই বাঁচে মরুভূমির বুকে
যাবার আগে তবুও রাখে ক্ষণিক হাসি মুখে।
মানব হৃদয় চায় যা কিছু এই ধরনীর 'পরে
পেলেও ক্ষণিক - বিদায় বেলায় সদাই কাঁদে দুখে।


১১৬।
মানুষ যেন কলুর বলদ, যাচ্ছে সদাই টানি'
একই বৃত্তে ঘুরে ঘুরে জীবন নামের ঘানি।
তেল যা আসে ভাগ হয় তা অনেকগুলো পাত্রে
নিজের জন্যে পাওনা শেষে সামান্য খইল-পানি।