২৪৫।
নিজের সাফাই গায় জগতে হাজার খুনের খুনী
খুন করেও সে নিজকে ভাবে মহাগুণের গুণী।
আল্লাহ, ঈশ্বর, ভগবানও তার চাতুর্যে বোকা -
পুষ্টি-ভোক্তা ভক্তজনের হয়ে সে ঋষি-মুনি।


২৪৬।
গৃহস্থের ধন চুরি করে ধনী সাজে চোর
পরের ঘরে জমা রেখে ভোগ বিলাসের ঘোর।
ধন-রক্ষক বাতিল করে চোরের মালিকানা
ধনী চোরের চোখে আঁধার - হয় না যে রাত ভোর।


২৪৭।
সত্যিকারের যুদ্ধ করে যে হয়েছে বীর
যতই ছুড়ুক তার মাথাতে নিন্দুকেরা তীর
ফিরে এসে করবে সে তীর নিন্দুকেরেই বধ
হবে নাকো নত কিংবা ক্ষত বীরের শির।