৭১।
মূর্খ আমি খেটে খাওয়া গাঁও গেরামের চাষা
ভাবছো, আমি কোন ভাষাতে বুঝায় ভালোবাসা।
দেখেছ কি লাঙল ছেড়ে ক্ষেতের আলে বসে
বউয়ের আনা খাবার খেয়ে, বউয়ের সাথে হাসা?


৭২।
ও বাতাস! তুমিই আমার গল্প শোনায়ো সবে
আমার বুকের গোপন কথা, আজও আছে যা নীরবে।
শুধু সাবধান, দিও না কারেও নিদ্রা ভাঙার ব্যথা
তাদেরই শোনায়ো, যারা শুনবে হৃদয়ের অনুভবে।


৭৩।
নিজের কথা নিজেই যত বলো, নিজকে ততই করো অপমান
মানুষ বলো কে আর তখন অত, সে সব কথা শুনবে দিয়ে কান?
ভীড়টা যতই বিরাট দেখো তখন, নিজের চতুর্দিকে
হৃদয় খুলে মেললে তোমার নয়ন, দেখবে শুধু বানর-হনুমান।