৯৯।
থাকলে সাথে ভালো সাথী, বীণা এবং বাঁশি
পান পেয়ালায় চুমুক দেয়া অধর ভরা হাসি,
ভালোবাসার উষ্ণতাতে বইলে শিরায় শোনিত -
বলতে পারো আর কী লোভের পরব আমি ফাঁসি?


১০০।
এই জগতের যেদিক তাকাই, সেদিক দেখি হাজার শরাব
একটা শরাব হারাম হলো, তাতেই যেন সকল অভাব।
সবুজ তাজা ফলের ঝুড়ি, তার থেকে যে টাটকা রস -
সেসব ফেলে পচা মনে পাচক পানের না-যায় স্বভাব।


১০১।
কেবলই ভয় দেখিয়ে দেখিয়ে বেহেস্ত এবং দোজখের
ত্যাগের কাষ্ঠে বলি দেওয়াও ভোগ্য নামে সব শখের।
ছাড়লে না তা, যা করে রোজ অন্য লোকের সুখ চুরি -
জীবন শেষে বেহেস্ত হবে তোমার মত এক ঠকের?