যে সৈনিক যুদ্ধ করেও, যুদ্ধে পরাজিত
যুদ্ধে কোথায় ভুল ছিল তা করতে অবহিত
সম্মুখে তাঁর দাঁড়িয়ো নম্র-আনত মস্তকে।
দূরে যেমন দাড়িয়ে দেখো সূর্যের অস্তকে -
তেমনি শ্রদ্ধা রেখো তাঁর সে গায়ের রক্ত-ধুলায়
গায়ের ঘাম তাঁর স্পর্শ করে, কার সাধ্যে কুলায়?


সাহসীরাই যুদ্ধ করে জয় ছিনিয়ে আনে
পরাজিত হলেও জীবন দেয় যে জয়ের গানে।
জয় পরাজয় কোন কিছুই নেই যে ভীতুর তরে
বেঁচে থাকার ব্যর্থ চেষ্টায় অকারণেই মরে।