পৃথিবীর অসংখ্য যুদ্ধের ইতিহাসে
কোথাও কি নজরে আসে
জিতেছে যোদ্ধা অস্ত্রহীন, অদক্ষতায়
মারণাস্ত্রে প্রশিক্ষিত ভয়ংকর, বর্বর সৈন্যের মোকাবিলায়?


যদি ভাবো এ অশ্রুত, অসম্ভব, উপহাস
তবে জানো না বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস।


যে যুদ্ধে জেতেনি অস্ত্র, জেতেনি দক্ষতা
জেতেনি আমি, তুমি, সে - জিতেছে আমাদের একতা।
জিতেছি আমরা - এই ভূমির অধিবাসী
আমাদের সাহস এনেছে জয়ের হাসি।
চরম উত্সর্গের নিরন্তর প্রস্তুতি
অদম্য চেতনায় একতার প্রতিশ্রুতি
করেছে পরাস্ত এক বর্বর, অজেয় সেনাবাহিনী
পৃথিবী পেয়েছে যুদ্ধ জয়ের এক অভূতপূর্ব কাহিনী।


অতপর মৃত্যুদন্ড দিলে সে একতার
বললে, যা কিছু অর্জন সবই তোমার।
নতুন করে জন্ম নিলে তুমি
স্বগর্বে, উচ্চশিরে ঘোষণা দিলে এ তোমারই স্বাধীন জন্মভূমি।


এরপর আমাদের হলো হার
তুমিই জয়, তুমিই স্বাধীনতা, এ ভূমি হলো শুধু তোমার -
তোমার ক্ষমতায়, তোমার উপভোগে
সুর্য ওঠে, অস্ত যায় প্রতিদিন একই রোগে।


আমি নই, তুমি নও, সে নয়
আমরা এনেছি যে জয়
ভূমির সেই অধিবাসী আজ পরাজিত, রুগ্ন, অন্তিম বিছানায়
শেষ নিঃশ্বাসের শক্তি দিয়ে কেঁদে কেঁদে যাই
কে আছো? একটু হাত বাড়াও
সবাইকে এক করে আমাদের আর একবার বাঁচাও।