(উত্সর্গঃ কবিবন্ধু রিঙ্কু রায়)


হয়তো আরও আপন করে টানবে আমায় কাছে
তাই তো এমন নিঃস্ব করে নাও কেড়ে যা আছে।


আমার বুকের সকলটুকু দখল করে ছিল খুকু
হয়তো এসে দাঁড়িয়ে থেকে সেথায় তোমার স্থান না দেখে
জায়গাটুকু কাড়লে নিজে, হারাও যদি পাছে।


এখন আমার শূন্য হৃদয় পূর্ণ করে এসো
আমার ব্যথার অশ্রু নীরে তৃপ্ত হয়ে হেসো
নীরব ব্যথার ছন্দ সুরে মুখর করো নিকট দূরে
হৃদয় আমার নাচাও তুমি, তোমার যেমন নাচে।


ঝাপসা দু'চোখ ফেলেও যদি দুইটি ফোঁটা জল
শান্ত করো, শান্তি দিও, করো না দুর্বল
নিঃস্বজনের বিশ্ব মাঝে সঙ্গ দিও আমার কাজে
তোমার সকল চাওয়া-ই যেন আমার হৃদয় যাচে।