সবাই দেখে চাঁদের আলো আমি দেখি দাগ
সবাই নাকি জোড়া লাগায় আমি করি ভাগ।
সবাই যখন প্রশংসাতে বলে, হে বা্হ, বা্হ
আমি বলি যেমন আশা তেমন এ-তো না্হ।


সবাই দেখে হৃদয় দিয়ে, আমি যে দিই চোখ
সবাই যে প্রশংসাকারী - আমি সমালোচক।
তোমার কাছে সবাই ভালো, আমি খারাপ লোক
আমি তবু হেসে বলি, তাই যদি হয় - হোক।


আমি জানি, তুমি যদি সত্যিকারের চাঁদ
আমার কথায় ভাববে নাকো তোমার অপবাদ।
অধিক আলো ছড়িয়ে বরং ঢাকবে তোমার দাগ
সেটাই আমার চাওয়া শুধু - না পাই অনুরাগ!