যে গান আজও হয়নি গাওয়া
পায়নি তোমার সুর
তার কথাতেই হৃদয় আমার
আছে যে ভরপুর।


কথার মোহে বিভোর হয়ে
হৃদয় মাঝে স্বপ্ন লয়ে
ভাবি বসে, উদাস তুমি
রইলে কতদূর।


দিনের শেষে আঁধার হেথা
আসবে যখন ঘিরে
নিঃসঙ্গতা নিবিড় হবে
স্তব্ধ নদীর তীরে।


তখন নাহয় হেথায় আসি
বাজিও তোমার সুরের বাঁশি
(আমি) ওপার হতে শুনব তোমার
কণ্ঠ সুমধুর।