ওহে আল্লাহ! শাহেন শাহ,
ওহে বিচারপতি
তুমি ছাড়া শেষ বিচারে
নেই যে আমার গতি।


আমি, কতক পাপ তো জেনেই করি
আবার, পুণ্য করতেও ভুলে মরি
পুণ্যে তোমায় ক্ষণিক স্মরি,
অধিক-ক্ষণই হয় যে দুর্মতি
তুমি ছাড়া নেই যে আমার গতি।


তোমার হাতে আছে জানি
আমার পাপের অকাট্য প্রমাণ
ভরসা প্রভু আমার শুধু
নাম যে তোমার রহিম রহমান।


আমার পাপ ছাড়া নেই পুণ্য জমা
আমায় করবে তুমি তবুও ক্ষমা
রাখতে নামের ওই মহিমা
প্রভু, এই আশা কী হবে অতি?
তুমি ছাড়া নেই যে আমার গতি।