কারো মতে এ জগত নিরানন্দময়
কারো মতে আনন্দের জন্যেই তা নয়।
কারো মতে উপভোগ-আনন্দই সব
পাপবোধে নিরানন্দ বৃথা অনুভব।
নিরানন্দবাদীগন অধিক ধার্মিক,
শুধু আনন্দবাদেও বিবেকের ধিক।
মূলে এরা এ জগতে অতি স্বার্থপর
যদিও ত্যাগের তালি গায়ের উপর।


ত্যাগী বোঝে এ জগতে আনন্দও চাই
যেখানে নিরানন্দও নেয় কিছু ঠাঁই।
যেটুকু আনন্দ, ভেঙে করে বিতরণ
নিরানন্দ ভেঙে করে তা অপসারণ।
মেনে নেয় এ জগত নয় স্বর্গোদ্যান
নরক-আগুনে তাই খোঁজে সুখ-বান।