ফেরার জন্যে বসে যখন বায়ু-বন্দরে
কেমন করে এলাম হেথায় ভাবি অন্তরে।
কেন হেথায় এসেছিলাম
কী কী ভালোবেসেছিলাম
যাওয়ার সময় ভাবনা দোলায় মনের ছন্দরে।


এসেছিলাম যা যা কর্মে হলো কি তা করা
ফিরলে কি কেউ হবে খুশী? ভাবনাতে মন ভরা।
কেউ বলে না করেছো বেশ
কর্ম তোমার হয়েছে শেষ
সেই আনন্দে ঝেড়ে ফেলো মনের সন্দরে।


কেউ বসে দু-দণ্ড কাটায় যাওয়ার অপেক্ষায়
যার যখনই সময় আসে সেজন চলে যায়।
হায় একি এক উদাস বন্দর
যে যায় তার আর নেয় না খবর
কালের বুকে সময় যে তার কাটে মন্থরে।