শুনেছি আর মেনেছি তো তুমি মহান
সঠিক বিচার করবে তুমি সমান সমান।
বলিনি তো তোমার পথে চলব না
দোষ করিনি এমন কথাও বলব না।
বলতে পারি, কারেও আমি আগুনে তো পুড়াইনি
রক্ত, পুজ আর গরম জলে তৃষ্ণা কারো জুড়াইনি।
আমায় কেন তবে তুমি নরক মাঝে পুড়াবে
গরম জল ও রক্ত-পুজে তৃষ্ণা আমার জুড়াবে?
পুড়াও যদি, তবে না হয় পুড়িও মহান
বললে তুমি আগুন হবে ফুলের বাগান।
রক্ত-পুজ ও তপ্ত জলও শরাব হবে
মহান যা দেয় তাতে কি আর কষ্ট রবে?


জানি, মানি, করেছি তো অনেক পাপ
চাইনি কারেও দংশে তবু বিষাক্ত সাপ।
ওরাই যদি নরক মাঝে দংশে আমায়
যেমন পাপ তার তেমন সাজা –
উক্তিটাকে কোথায় নামায়?
আমায় যদি রাখোই তুমি ওদের সাথে
খেলনা করে দিও ওদের আমার হাতে।


হে ক্ষমাশীল! ক্ষমা করা তোমার যে পছন্দ
মহাপাপী ক্ষমা করে পাও যে খুব আনন্দ।
তাই তো আশা, পাবোই পাবো তোমার ক্ষমা
হোক না যতই পাপের খাতায় অনেক জমা।
যে আমাকে দেখাক যতই নরক ভয়
আমি জানি তোমার ও নাম মিথ্যা নয়।
মেনেছি তো মেনেছি গো তুমি মহান
তুমিই নিজে করবে কি তা মিথ্যা প্রমাণ?
তুমিই যখন বলেছো গো রাখতে আশা
জানি জানি মিথ্যা হয় না তোমার ভাষা।
সেই আশাতেই আছি, থাকব মহান প্রিয়
স্বর্গ, নরক যা দাও তুমি, তাতেই থাকার শক্তি দিও।