এক দেশে এক ছিল রাজা
তাঁর ছিল এক উপদেষ্টা
যখনই যা ঘটতো তখনই সে বলতো
নিশ্চয় ভালো হবে শেষটা।


একদিন রাজা, গিয়েছিল শিকারে
গভীর এক বনে
শিকারের সহচর আর উপদেষ্টা
ছিল তাঁর সনে।


সহসা এক হিংস্র জানোয়ার  
কাছে এলো ছুটে
ক্ষনিকে রাজার চোখে আতঙ্ক
উঠেছিল ফুটে।


একহাতে টান দেয় কোমরে ঝুলন্ত
সুতীক্ষ্ণ এক তরবারি
অন্য হাতের একটি আঙ্গুল কাটে
অসাবধান সেই তাড়াতড়ি।


প্রাণ যায়, যন্ত্রনায় কাতরায় রাজা
রক্তে ভাসে আঙুল
উপদেষ্টা হেসে বলে, এরও শেষটা  
ভালো হবে নির্ভুল।


ক্রুদ্ধ রাজার আদেশ, রাখো এই নির্বোধে
অন্ধকার বন্ধ কারাগারে
শেষটায় তাই হলো, রাজার আদেশ বলো
কে আর খন্ডাতে পারে?


অন্যদিন, অন্য এক বনে, রাজা ফের
ব্যস্ত যখন শিকারে
সহসা বন্য একদল মানুষ অপহরণ
করে নেয় রাজারে।


সুদর্শন রাজা হবে উত্তম উৎসর্গ
দেবতার পায়ে
তাঁর আগে, খুঁজে দেখে দল বেঁধে সবে
রাজার সমস্ত গায়ে।


একজন সহসা দেয় জোরে চিৎকার
তাঁর গায়ে আছে এক খুঁত
আঙুলহীন মানুষের উৎসর্গ -
হবে না দেবতার মনঃপূত।


রাজা বোঝে, আঙুল কাটা দুর্ঘটনার
ভালো কিসে শেষটা
কারাগার থেকে মুক্তি পায় সেইদিন
সেই উপদেষ্টা।


রাজা বলে, তবু আমার কিছুতেই
ঘোঁচে না যে ঘোর
আঙুলটা কাটাতে, আমার ভালোটাই  
দেখি বড়জোর!


সেই তো ঘটনায় কারাভোগ তোমার
ওহে উপদেষ্টা
আমার ভালোটা মানি, তোমার ভালোটা
কিসে হলো শেষটা?


উপদেষ্টা হেসে বলে, আমার ভালোটা তো
অতি পরিষ্কার
না রহিলে কারাগারে,বন্যদের হাত থেকে  
আমার কি ছিল নিস্তার?