আমার সকল প্রয়াস বিফল হয়ে যায়
অঝোরে নয়ন সঘন ধারায় বয়ে যায়।


আজ মন মানে না কোন সান্ত্বনা
বিদায়ের এতো যে ব্যথা, সে তা জানতো না
অবুঝ এ মন কত যে কথা কয়ে যায়
অঝোরে নয়ন সঘন ধারায় বয়ে যায়।


থাকার দিনে কে কে থাকে, খবর রাখে কে তা?
যে জন চলে যায় বলে যায়, সে জন ছিল হেথা।  


যে ছিল হেথা, সে আর থাকবে না
কণ্ঠ যে তার আর কোনদিন কারেও ডাকবে না
এ যে কী ব্যথা বোঝে সে, যে রয়ে যায়
অঝোরে নয়ন সঘন ধারায় বয়ে যায়।