যে গাছে ফুল ধরে না, তার কিসে হয় বাহার
সে কোন ফুলের রঙ চেয়ে নেয় মন রাঙাতে তাহার?


যে মেঘ কভু মুষলধারায় ঝরায় নাকো বৃষ্টি
সে কি জানে মুষলধারায় ঝরা কেমন মিষ্টি?
না ঝরে সে শুধুই উড়ে মন ভিজাবে কাহার?


যে পাখি সুখ-সুর জানে না তবুও সদাই ডাকে
সুর চেয়ে কি নেয় কখনো কোথাও কোনো কাকে?
সে কি এক দুপুর বেলায় মাতে এক মজার খেলায়
কোকিল হতে সুর চাওয়াতে, সুরটি আছে যাহার?


যে বালু বাতাস এলেই বেড়ায় শুধু উড়ে
সে কি আর হয় রে মনি অনেক তাপে পুড়ে?
যে উড়ে হাওয়ার আগে কবেই বা সে কাজে লাগে
জমে জমে গড়তে বালুর অটল উঁচু পাহাড়?


যে কবির লেখায় গভীর ছন্দ কথার অভাব
কাব্য নিয়ে ভাবলে বসে পায় কি কবির স্বভাব?
তাতে কি সাধ মরে তার ভাবে কি লিখবো না আর
যা দিয়ে হয় না পোশাক, হয় না মুখের আহার?