আমার মধ্যে আছে এক অসম্ভবের সম্ভবনা
যদিও প্রোথিত আছি মৃত্তিকা মধ্যে এখনি
বারি সিঞ্চনে, রৌদ্র আলোয় মাঝে মাঝে
মাথা তুলে দেখে নিই,
পৃথিবী ভালো আছে কি না!
নই আমি দুর্বা কিংবা কুমড়ার বীজ
পথি মধ্যে পড়ে থাকি, লক্ষ লক্ষ পদতলে
পিষ্ট হয়ে আধমরা প্রাণ সুপ্ত থাকলেও
ভোরের একফোঁটা শিশির অমরত্বের স্বাদ
জাগায় বুকে, বলে 'বাঁচো এবার নিজ নিজ'।


বট- অশ্বত্থের নির্ভয়বাণী ঘিরে আছে আমায়
সকল প্রকার সম্ভবনায়,
তেড়ে ফুঁড়ে ভিতর থেকে উঠে দাঁড়াই
ছায়াতরু বৃক্ষ আমি, ছায়া দিয়ে আনন্দ পাই।।