দুঃখ দিও আমি ধনী হব


আমার দুঃখ কম,
দুঃখ দিও-ধনী হব,
যতটুকু দুঃখ পেলে
কবিতা উপলব্ধি করা যায়,
যতটুকু দুঃখ পেলে
চোখ হয় তীব্র লাল,
যতটুকু দুঃখ পেলে
দুঃখ হাসে,
যতটুকু দুঃখ পেলে-
কেউ সস্নেহে ডেকে বলে না,
কি বিশ্রী লাগছে তোমায়!
ততটুকু আছে;


দুঃখ আমার আর্ট,
আমি তোমাদের মত
দুঃখ বয়ে বেড়াই না।
আমি পৃথিবীতে এসেছি-
দুঃখ উপার্জন করতে;
আমি দুঃখকে বলেছি,
আমার দুঃখ কম,
আরো দুঃখ দাও,
আমি ধনী হব!


আমাকে দুঃখ দিতে চাও?
তবে রমণীর নীল চোখের কাজল দিও,
না হয় রুদ্রঝড় দিও,
আমি তরঙ্গির নীড়ে
বাসা বাধব;
দুঃখ দিও আমি ধনী হব!