লেখার নাম: মৃত কথা


কতদিন সিক্ত হয়নি আঁখি,
অস্তিত্বের জীবন গাথায়,
ফুল নিয়ে গেছে পাখি।
এইতো সামান্য কটা দিন আগেই
কি ভীষণভাবে মাতিয়ে উল্লাস করেছি।
দূর আকাশে সূর্য ডোবা সন্ধ্যায়-
একেক  মেঘের একেক নাম দিয়েছি,
হারিয়ে যাবার সংজ্ঞা দিয়েছি।
অথচ সংজ্ঞা আছে,
কথা নেই!
কথাহীন নিষ্ঠুর পৃথিবীর চরম বাস্তবতায় দাঁড়িয়ে
মুঠো চাপা দীর্ঘশ্বাস -
বারবার মনে করিয়ে দেয়,
হঠাৎ তুমিও একদিন হারিয়ে যাবে,
তেমনি সংজ্ঞা থেকে যাবে,
কথা হারাবে অজানায়,
পালকি এসে দাঁড়াবে দোরের পানে।
কিছু পরিচিত,অপরিচিত মুখ
রেখে যাবে-
দূর দ্বীপের পাহাড়ে,
বহুদূর নিকটে ।
প্লাটফর্মের পৃথিবীতে
ঘুমন্ত শিশুর জার্নি এই বুঝি শেষ হবে!


নীরবে ডাকা স্মৃতি গুলো
প্রজন্মের বিবর্তনে চাপা পড়ে রবে।
বড়জোর ঘুনে ধরা শতাব্দী-
মনে রাখবে হয়তো,
পৃথিবীর নদী ঘাসে আমরাও ছিলাম,
আমাদেরও প্রেম ছিল-
অসীম আকাশের শুকতারার সাথে।