আমি বাধ্য হয়েছি
মর্ত্যলোকের অসাধ্য দেখবো বলে
বাধ্য হয়েছি,
কোন আপস নেই এখানে।


কখনো আর বলবো না
চাঁদের কথা,
বলবো না তারার কথা,
অস্তপাড়ের সুরে গাথা
বুলবুলি আর দেখবো না।


আধার দ্বীপে নিঃসঙ্গ মদ্যপান করবো না,
বায়ুসখা নির্বাসিত হবে না ছিদ্র পথে,
শুনব না বসন্তের কলকণ্ঠের ডাক,
দেব না করবীতে তরঙ্গির কমল।
কারণ,
আজ আমি বাধ্য হয়েছি,
মর্ত্যলোকের অসাধ্য দেখবো বলে-
বাধ্য হয়েছি।


আমি কোন সুতোয় বাঁধা পড়বো না,
আমি অদ্রি পথে মেঘ ছোয়াব,
চঞ্চল বাজী হয়ে বিশ্ব দেখব,
আমার কাছে কোন কোমল শিখরী-
রেহাই পাবে না,
আমি বৃংহলের পদে
করে দিব সব বিদলিত,
আমি মিথ্যে প্রণয়নীর এক চিরন্তন শত্রু।


আমি বাধ্য হয়েছি,
মর্ত্যলোকের অসাধ্য দেখবো বলে
বাধ্য হয়েছি,


কোন আপোষ নেই এখানে,
আজ আমি শোকাহত এবং দুর্বলও নই,
আমি সূর্যের কাছে কাটিয়েছি বহুবছর!
সব আগ্নেয়গিরি আমার জানা!
তবুও বলছি-চিরপর্যবসান।

        
                             (সংক্ষেপিত)