চারিদিকে গহর অন্ধকার ।
সময়ের অদম্য পুকার,
অন্ধকার হতে নিজের অস্তিত্বকে,
নিয়ে যেতেই হবে আলোর পথে ।


সময় এসেছে নিজেকে খোঁজার ।
এই অন্ধকার থেকেই,
নিজের হাজার ভুলে বিপন্ন রং রূপ,
ফিরে পেতে হবে হারানো স্বরূপ ।


আজ আর নয়, তুমি-আমি, আমি-তুমি ।
কে জানে, কখন কারে-
হারিয়ে যেতে হবে এ গহীন আধাঁরে ।
এ লড়াই হোক শুধু মানুষেরই তরে ।


আরও সতর্ক হতে হবে ।
সকল দুর্বলতা ঝেড়ে ফেলে-
সর্বশক্তি জুটাতে হবে সর্ব শরীরে ।
চোখে চোখে আগুন জ্বালাতে হবে ।


এ আঁধারের চোখে চোখ রেখে,
আরও দৃঢ় হাতে ফিরে পেতে হবে,
সে আলোর পথ, সে শহর নগর ।
আবার ও ফিরে পেতেই হবে চরাচর ।


সহজ নয়, তথাপি অসম্ভব কদাচিৎ ।
সব পরজয়ের মাঝেই আছে জিত ।
আঁধারেই লুক্কায়িত আলোর নিশানা ।
অঙ্গীকার,
থাকবো সবাই সবার সাথে ।
ফিরবোই,
অন্ধকার হতে আলোর পথে ।


কৃত্তিবাস
শিলং, ১৪ এপ্রিল ২০২০