যদি হারিয়ে যাই ,
      ওপারের ডাকে ।
যেথা গেলে হায়,
ফেরেনা কেউ হেথায় ।
হাজার স্বপ্নের ভিড়ে,
হারায়ে গোপন নীড়ে ।
পারো যদি মনে রেখো,
     তোমার কাজের ফাঁকে ।
যদি হারিয়ে যাই ,
       ওপারের ডাকে ।
দেখো সে মালতী পানে,
রোপেছিনু যারে সযতনে l
যার ফুলে সে প্রথম রাতে ,
একাকার তোমাতে আমাতে।
পার যদি মনে রেখো,
      তোমার কাজের ফাঁকে ।
যদি হারিয়ে যাই,
       ওপারের ডাকে ।
সাঁজের তুলসী তলায় ,
বধূ সাজে ঘোমটায় ।
পাশে তুমি পাবে মোরে,
সে শাঁখের  মধু  সুরে ।
পার যদি মনে রেখো,
      তোমার কাজের ফাঁকে ।
যদি হারিয়ে যাই,
       ওপরের ডাকে ।
সকাল কাকলী তানে,
যবে ভোর আসিবে আঙ্গনে।
রব আমি গুণ গুণ ভ্রমরায়,
রাঙ্গা প্রজাপতির  পাখনায়।
পার যদি মনে রেখো,
      তোমার কাজের ফাঁকে ।
যদি হারিয়ে যাই,
       ওপারের ডাকে ।
মাথা রেখে কারো কোলে,
যাই যদি পরপারে চলে ,
তবু রয়ে যাব এ বাতাসে,
খুঁজে নিও তোমIর প্রশ্বাসে ।
পার যদি মনে রেখো,
      তোমার কাজের ফাঁকে ।
যদি হারিয়ে যাই,
        ওপারের ডাকে ।


                  ॥কৃত্তিবাস ॥