রোজ জন্ম, রোজ মৃত্যু ।
মাঝখানে কিছুটা জীবন,
তোমায় দিলাম ।


বেঁচে থাকার সাধ সাধতে সাধতে,
যে মৃত্যু কে রোজ দেখি,
তারই সাথে ঘর বাঁধলাম ।


প্রশ্নেরা রোজ এসে ফিরে যায় ।
শেষ রাতে কথা কয়,  গান গায় ।
দেবার তো কিছু নেই তাই ঘুম টুকু দিলাম ।


আগুন সে তো পোড়ানোর ।
কখন ও আমায় কখন ও তোমায় ।
অবিশ্বাসে ও আধখানা ভরসা পেলাম ।


যে কথার মাথা নেই, মণ্ড নেই ।
নেই নেই কিচ্ছু নেই ।
তাই শুনে মন ভরালাম ।


তোমার খেয়ালী খেলায় মেতে থাকা,
অবজ্ঞার উদাস হাওয়া ।
সবটুকু খুশী খুশী মেনে নিলাম ।


রোজ জন্ম, রোজ মৃত্যু ।
মাঝখানে কিছুটা জীবন,
তোমায় দিলাম ।


কৃত্তিবাস
শিলং, 14 ই জুন ২০২০