টুপটাপ বৃষ্টিরা যদি হটাৎ দল বেঁধে আসে ।
দীর্ঘ দাবদাহের রুক্ষ উঠোনে এসে,
আছড়ে পড়ে পাগল প্রেমিকের মত।
তোমায় জড়িয়ে ধরে ।
অকারণ জলে ভিজিয়ে দেয় ।
এক পশলা অভিমান হয় হোক ।
না বলো না ।


কাঠফাটা রোদে, তোমার ছন্ন ছাড়া দেহে ।
বনানীর দল যদি সুখ ঢেলে দেয় ।
নীরব থেকো, বজ্রকঠিন থেকো ।
হাজার ইচ্ছের মুখে হাত চাপা রেখো ।
যদি তার ছায়া টুকু তোমায় ছুঁয়ে যায় যাক ।
না বলো না ।


কোন এক একাকার রাতে ।
দুষ্টু তারার দল, যদি চাঁদ চুরি করে নেয় ।
যদি অগোছালো করে দেয় তোমার আকাশ ।
সময় করে বুঝে নিও তোমার আকাশ ।
রাগ হয় হোক ।
না বলো না ।


যদি তোমার ললাট ছুঁয়ে যায় শরৎ শিশির ।
মাতাল দখিনা হাওয়ার দল হারাতে চায়,
তোমার ঐ এলোচুলে ।
যদি কোন সকাল গুনগুনিয়ে যায় আগমনী সুর ।
রুক্ষতা নেড়ে চেড়ে যদি সুখ খুজে নেয় পথিক,
ক্ষতি কী তোমার ?
দোহাই , তুমি না বলো না ।


কোন এক আলোভরা জোৎস্নার রাত ।
জলে ভিজে  চাদঁ যদি  উঁকি দেয় জানালায় ।
আগেকার মত চেনা কায়দায়,
লুকোচুরি  খেলে যায়  নিরালায় ।
স্মৃতি যদি দুনয়নে  আনে প্লাবন ।
যদি ভাসিয়ে নিয়ে যায় একবার, যাক না,----
না বলো না


কৃত্তিবাস
দেরাদুন, ২০ আগস্ট ২0১৯