নির্জনতা ঘেরা রাতের ঘরে,
তোমায় নিয়ে ভাবনা শত ঘিরে ধরে ।
আমি হারাই উদাস, সে কোন বাউল বাতাস ।
পদ্মাবতী শোলক শোনায় আদর করে ।


হৃদয়ে মাঝে, ঘুমেও জাগে রুপোলি চাঁদ ।
স্মরণের উঠোন মাঝে উষ্ম মারন ফাঁদ ।
উরুতে সে উল্কি আঁকে, জড়িয়ে ধরে পথের বাঁকে ।
আজ, উজানবুঝি ভাঙবে সকল বাঁধ ।


যদি বল, ভ্রান্তি,  স্বপ্ন কেবল তুমি ।
দিদার কোলে গল্পে রাজা রানী ।
মিছে শুধু তোমায় আঁকা, রাত-বিরেতে স্বপ্ন দেখা ।রাতের শেষে অলস চোখে রইবে বিফল প্রেমী ।


হৃদয়ের কপাট খোলা, গল্প শোনাও মিথ্যে আসর ।
সময়ের সময় বুঝে, নাটকে ভাব জমাটে ।
হঠাৎই গোপন করে, মেলে সুর অন্য সুরে ।
নেহাতই সহজ করে বুঝে নাও অন্য কোন ঘর ।


হার মেনে হার, হারায় হাজার প্রসতিশ্রুতি ।
সে পাখী গান গেয়ে যায়, অন্য কোথাও ।
ঝরেছি বৃষ্টি হয়ে, আবারও শ্রাবণ হয়ে, ।
অঝোরে হাজার বছর অশ্রুমতি ।


মুলুক ভুলে শোলক শোনার রাত, মিথ্যে ।
পদ্মাবতী প্রেমিক সাজে, কেবলই সে পুঁথির মাঝে ।
তবে যে বল প্রেম নিষ্পাপ, একপৃথিবী বাসবে ভালো,
তবে কি সব কথার কথা, মিথ্যে লেখো চিরকুটে ?


কৃত্তিবাস
শিলং, 23 May 2019