তাক দিনা দিন দিন, তাক দিনা দিন দিন
আবার এল যে ভাই ক্রিকেট জোয়ার দিন
বুড়া খেলে, জোয়ান খেলে
আরো খেলে চাচা
এইনা দেখে চাচী বলে খোদা এবার বাঁচা
বিপিএল খেলা চলছে বাজিও চলছে প্রতিদিন
কেউ খেলে ধান বেঁচে আবার কেউ বেঁচে ঘরের টিন
বউ বেটি কাইন্দা মরে খেতে পাইনা দুই তিন দিন
তাক দিনা দিন দিন, তাক দিনা দিন দিন
কেউ ধরে বলে বলে
আবার কেউ পাওয়ার পেলে
বউ বলে বাজিতে হেরে মোবাইলটা যে খোয়ালে
মা বলে ওরে বাঁদর রয়েছিস তুই কোন খেয়ালে
শুন মা আজ না হয় হারলাম আমি কালকে হবে আমার দিন
তাক দিনা দিন দিন, তাক দিনা দিন দিন
কেউ ধরে বাউন্ডারী
আবার কেউ ওভার বাউন্ডারী
ক্রিকেট জোয়ায় বাজি ধরে নষ্ট করল সংসার আর বাড়ি
বউ বলে চাল নেই, নেই আরো তরকারি
ছেলে বলে টাকা দাও বাজি খেলাটা খুব দরকারি
বাজি খেলায় জিতব এবার কাড়ি কাড়ি অর্থ কড়ি
খেলা শেষ হয়ে গেলে পাবনা এমন আর সুদিন
তাক দিনা দিন দিন, তাক দিনা দিন দিন
কেউ ধরে ম্যাচে
আবার কেউ বাজি লাগে ইনিংসে
বাজিতে জিতলে ওরা থাকে অন্য রকম ফিলিংসে
মাঠে খেলে ২২ জন এরা খেলে কয়েকশ
পড়াশুনায় মন নেই, ছেলেরা হল বুঝি সব ধ্বংস
খেলায় নাকি বোনাস আছে ১২ শ আর ১৬ শ
লাঠি নিয়ে বলে কাকু ওরে বাছা, আজ তোর না হয় মোর দিন
তাক দিনা দিন দিন, তাক দিনা দিন দিন
আবার এল যে ভাই ক্রিকেট জোয়ার দিন।