হে দুর্দান্ত!
আসমানে ভাসিয়ে নিয়ে যেওনা এই শেষ বিকেল।
আনমনা ডানায় কোথায় চলছো তুমি
জলে স্থলে?
জানবে কি তুমি  কস্মিনকালেও
আমাদের আদুরে সময়
গর্জে ওঠলে
খোদার কসম!  পালাতে পারবে না।
পলাতকা,আমায় দেখো
এই আমাকে দেখো,
মনে পড়ে যাবে সেব উন্মেষ তোমার;
এই ভোর, মধ্যাহ্ন অথবা  সায়াহ্ন
চৌপাশে বাঝছে সাইরেন,
পুড়াভষ্ম কোলাহল পেছনে ফেলে
অবলিলায় এগিয়ে যাচ্ছে জীবনের গতি
অন্য জীবনের কাছে।
আজ অবরুদ্ধ নিশ্বাসের কাছে
আজ আহত প্যারাট্রূপারের কাছে
আজ পয়েন্ট ব্লাংক ভালোবাসার কাছে
তোমাকে হতেই হবে নতজানু,
বলতেই হবে অপারগতা।


কেনোনা, আজ তুমি প্রতিশোধ উন্মত্ত বুনো মোষ
দেখতে দেখতে ক্লান্ত ক্যান্ডি;
কেননা,তোমার নগরে নগরে প্রকম্পিত ল্যাম্পপোস্ট,
থরে থরে সাজানো জিঘাংসা,
নিষ্পেষিত ঘোড়ার অপমৃত্যু,
নির্মোহ  থামতেই হবে, থামাতে হবে হত্যার গল্প।
পেরেকে ঠুকে শেষ ছবি
মানুষ ও মমতার
গোলাপি স্যালুলয়েডে,
স্বপ্নদ্রষ্টা আমাদের
লাল নীল ঘুড়ির খেলা;লাল নীল দেয়ালে
কেননা,
এখন এখানে  সর্বত্র বসন্ত।


(শ্রীমঙ্গল ৩০/০৭/২০২২)