আমার হৃদয় চার পাশ
জোনাকির মাইফেল,
জ্যোৎস্না ঢাকা সবুজ বন,
এসে তুমি গাইতে পারো প্রিয় গান;-
ভালবাসার এপিটাফ।


আমার হৃদয় আগুন, জ্বলজ্বলে
কমলার রঙ;
তোমাকে ঘিরে হতে পারে
স্বপ্নিল জলসা,
মদিরার প্রচ্ছন্ন নেশায়
তুমি ও হতে পারো মাতাল;
এসো গান গাই,
এসো হাত ধরি,
এসো চোখে উপরে চোখ রাখি।


এসো আয়নার মতো তুলি চোখের সামনে হৃদয়,  হৃদয় দুর্দশার রং, ভাংচুর মাটির পাহাড়
সবুজের অভাবে কত দিন ; কতদিন নিরবিচ্ছিন্ন  
এক নিভৃত একা থেকে গেলো পরিত্যক্ত,
আমাকে  তুমি ভালোবাসো একটি বার;-
হৃদয় দিয়ে দাও এই হৃদয়ের শুশ্রূষা,
আমাকে তুমি অমর করো
মৃত্যুহীন মহীসোপান।