দূর জানালায় বসে
তুমিও কী এখন আকাশ দেখো,
তোমার আকাশ কি আমার আকাশের মতো
যন্ত্রণায় নীল।


রাস্তার সোডিয়াম, এক একাকী কুকুর
আর ঘুমিয়ে পড়া দারোয়ান
কুয়াশায় ঝাপসা,
দূর দুরুত্ব পেড়িয়ে আসা মাঝ রাতের এই ট্রেন;
ট্রেনের হুইসিল,
তুমিও কী শুনো?
শুনো, এই হৃদয় কাদে
ভুলে যাওয়া তোয়ার,তোমার কী মনে পড়ে।


নদী যদি হেটে হেটে চলে যায় সাগরে
উড়ে উড়ে আকাশ যদি দিগন্তে মিলায়
সন্ধ্যার কুলায় পাখিরা যদি ফেরে
তুমি কেনো ফেরোনা
ফেরারি এই মন বুঝে না।


শুনো, আমাকে কী শুনতে পাও?
এই কান্না কী দেখতে পাও?
ভালোবাসি,কী বুঝতে পাও?


কS৩০০১২০২৪