একটা আগুন দিব্যি জ্বলে উঠবে
এই শহর, মাট আর তেপান্তর
নতুন করে  জ্বলে উঠবে।
আমি জানি,
মানুষের পায়ের কাছের  নতজানু
ইচ্ছার কুকুর
একটু স্পর্শের লোভে ;শতাব্দির তীব্র অন্ধকার খোড়ে
শেষ স্ফুলিংগের দাউ দাউ  যদি জ্বলে;
আমি জানি,
দর্পনের খামারে পালিত শুকুর গুলো
জন্মের অপরাধ
করে যাচ্ছে সংক্রামিত মানুষের মুখ আর মুখোশে
আমি জানি,
অনেক আগুনে আনেক ছাই ,অনেক জ্বালা যন্ত্রনার পরে
একটা ফিনিক্স ,
কংখাবতীর ধুসর স্বপ্নে উদ্ভাসিত ডালিম কুমার ,
আমি জানি,
এই শহরে পরবেই পদভার
যেখানে সহিস আর উন্মাদ
যেখানে আলো আর অন্ধকার
একাকার;
যেখানে বৃত্তে আর বিন্দে একাকার
যেখানে জলে স্থলে একাকার ,
যেখানে একাকারে শুধুই একাকার।



কএস-১৩০১২০২৪