সময় বয়ে চলেছে নির্বিকার
সৃষ্টির শুরু থেকে আজ অবধি---
নাকি তারও আগে থেকে চলিছে সময়,
সময়ের বিরতি কি নেই দরকার?


কোন ছাড় নেই মরণ আসিবে একদিন,
বিলীন হবে সব--গাছ মাটি পাথর
আকাশ বাতাস চন্দ্র সূর্য তারা;
ভাবিতে অবাক লাগে আমার--কী হবে সেদিন!