বিদগ্ধ মনন


লাল গোলাপের স্বপ্ন দেখি
স্বপ্ন দেখায় মগ্ন থাকি
চিত্তদাহে সুপ্ত থাকি---
কেবল চিত্রময়ী কল্পনাতে মত্ত থাকি।


ওই যে চন্দনাতে ভাসতে থাকি
নক্তচারী হয়ে থাকি
মোটামুটি সজাগ থাকি---
শুধুই লাল গোলাপের স্বপ্ন দেখি।


খোলা আমার রক্ত আঁখি
সুযোগ বুঝেই ভক্ত ডাকি
আশা থাকে হয়ে বাকি---
লাল গোলাপের স্বপ্ন দেখি।


রসজ্ঞ আলাপন


সহসা সে আমার মনে মারল টোকা
সহসা সে আমায় করল বোকা,
সহসা আমার পুরো মনে দখল নিল
এখন তারে মোটেও আর যায় না রোখা।


এখন আমি সারাক্ষণই মন্ত্র পড়ি
এখন আমি ফাঁদে পড়ার ভয়ে মরি,
এখন আমি আর হাসি না সরাসরি
এখন আমার আনন্দতেই গড়াগড়ি।