জীবনে বহুবার হার মেনেছি তোমার কাছে,
তুমি যে আমার ভালোবাসা, তুমি যে আমার
আকাশ, বাতাস, পাতাল আর
তুমি যে বিন্ধ্যবাসিনী।


কেবল হার মেনেছি আর মানব
কেবল দেখব তোমাকে, তোমার সব---
কেবল তুমি আছ, থাকবে---
তুমি বিলাসিনী।


আমার আর কী ভাল লাগে তোমাকে ছাড়া,
না, তুমি নিঃসীম অন্ধকার; তোমার
ভিতর ও বাহির আমার জানা নেই।
কেবল আছে একটা অকল্পনীয় প্রগাঢ়তা,
হ্যাঁ আমি বুঝতে নারি তোমার কিছুই---
তবু থমথমে চারপাশ আমাকে নিয়ে
যায় বহুদূর, বহুবার কোথায় যেন!


আমি জাগতিক চেতনাকে বাদ দিয়ে শুধু
তোমাকেই তো পেতে চাই---
তুমি অপূর্ব রাতের পৃথিবী!